রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাব নির্বাচন ২০১৭-২০১৮ আয়োজনের জন্য ২৫ ডিসেম্বর রবিবার তফসিল ঘোষণা করেছে । সভাপতি, সিনিয়র সহ সভাপতি, সহ সভাপতি, সাধারন সম্পাদক, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধক্ষ, দপ্তর সম্পাদক, তথ্য ও প্রচার, ক্রীড়া সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক, সমাজ কল্যাণ সম্পাদক ও সদস্য পদের এই নির্বাচনে ভোট দেবেন কেবল ক্লাবের সদস্য ৫৬ জন সাংবাদিক ।
২৫ ডিসেম্বর রবিবার বিকাল ৫টায় রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের কার্যানিবাহী কমিটির সভা শহরের কাঠাঁলতলী ক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভার সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি নির্মল বড়ুয়া মিলন।
রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মো. আব্বাস উদ্দিন চৌধুরী বলেন, আমরা প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করেছি।
কার্যানিবাহী কমিটির সভায় আবেদনের প্রেক্ষিতে ৭জনকে নতুন ভাবে সাধারন সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করা হয়।
সকল পদে কাঠাঁলতলী ক্লাবের কার্যালয়ে থেকে মনোনয়নপত্র সংগ্রহ ২৬ ডিসেম্বর ২০১৬ বিকাল ৫টা পযন্ত, সকল পদে মনোনয়নপত্র জমা দিবেন ২৭ ডিসেম্বর ২০১৬ বিকাল ৫টা পর্যন্ত, ২ ৮ ডিসেম্বর ২০১৬ যাচাই-বাছাই শেষে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় বিকাল ৫টা পর্যন্ত, চুড়ান্ত প্রার্থি তালিকা প্রকাশ ২৯ ডিসেম্বর ২০১৬ সকাল ১১টা, ১লা জানুয়ারী ২০১৭ নির্বাচন ও সাধারন সভা সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত, ফলাফল ঘোষনা দুপুর ১টায়।
জেলা রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের উপদেষ্টা প্রবীন সাংবাদিক ও দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক একেএম মকছুদ আহমেদ, রাঙামাটি পরিবার কল্যাণ পরির্দশিকা প্রশিক্ষণ ইনষ্টিটউট এর অধ্যক্ষ মো. ওবাইদুর রহমান সর্রদার ও রাঙামাটি লিগ্যাল এইড এন্ড সাভিসেস ট্রাষ্ট (ব্লাষ্ট) এর জেলা সমন্বয়কারী এডভোকেট জুয়েল দেওয়ান নির্বাচন কমিশনার এর দায়িত্ব পালন করবেন।
রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের কার্যানিবাহী কমিটির সভায় সিনিয়র সহ সভাপতি কাজী আব্দুর রউফ, সাধারন সম্পাদক মো. আব্বাস উদ্দিন চৌধুরী,যুগ্ম সাধারন সম্পাদক মুহাম্মদ আবুল কাশেম,যুগ্ম সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন চৌধুরী, দপ্তর সম্পাদক এডভোকেট লুৎফুন্নেছা বেগম, তথ্য ও প্রচার সম্পাদক জুঁই চাকমা, ক্রীড়া সম্পাদক হালিমা আক্তার, সমাজ কল্যাণ সম্পাদক পরশ চাকমা ও সদস্য সত্যপ্রিয় চাকমা প্রমূখ উপস্থিত ছিলেন।