বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)'র প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল আলম স্বপনের নির্দেশে ২০১৪ সালে বনপার সিনিয়ার যুগ্ম সম্পাদক রোকমুনুর জামান রনি সাংগঠনিক সফরে চট্টগ্রাম বিভাগে যান। চট্টগ্রামের সন্তান বনপার যুগ্ম সম্পাদক এম,আলী হোসেন সাংগঠনিক সফর সফল করতে তাকে সার্বিক সহযোগিতা করেন। স্থানীয় কিছু সদস্য তাদের মতামতে জানান প্রেসক্লাবে তাদের সদস্য করা হয় না অনলাইন নিউজের সাংবাদিক বলে, এছাড়া ও তার আগে ও অনেক জেলা থেকে একই প্রশ্ন আসে বনপার কেন্দ্রীয় নেতৃবৃন্দদের কাছে। সেই দিনে হোটেল এ এসে বনপার যুগ্ম সম্পাদক এম,আলী হোসেনের উপস্থিতিতেই সিনিয়ার যুগ্ম সম্পাদক রোকমুনুর জামান রনি ফোনে সভাপতি শামসুল আলম স্বপনে কাছে সকল বিষয় অবহিত করে বলেন আমরা কি আমাদের অনলাইন নিউজের সাংবাদিকদের জন্য অনলাইন প্রেসক্লাব করতে পারিনা?
যে খানে অনলাইন নিউজের সাংবাদিক, সম্পাদক, প্রকাশক সহ সম্পৃক্ত সকলে থাকলাম। সঙ্গে সঙ্গে বনপার সভাপতি শামসুল আলম স্বপন বনপার তৎকালীন প্রধান উপদেষ্টা প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার, সহ সভাপতি অধ্যাপক আকতার চৌধুরী সহ অনেকের সঙ্গে ফোন কথা বলেন সকলে সমায়ের প্রয়োজনে অনলাইন প্রেসক্লাব গঠনে একমত পোষণ করাই একটি সভা আহ্বান করেন অনলাইন সাংবাদিকদের হিতাকাঙ্ক্ষী শামসুল আলম স্বপন। শামসুল আলম স্বপনের নির্দেশে মোস্তাফা জব্বার স্যারকে ফোন করে তার আরামবাগের অফিসে মিটিং এর সময় ও তারিখ ঠিক করেন বনপার তৎকালীন যুগ্ম সম্পাদক এম আলী হোসেন।
জাতীয় অনলাইন প্রেসক্লাবের স্বপ্নদষ্টা ও প্রতিষ্ঠাতাদের মরধে অন্যতম সংগঠকদের নাম নিম্নে উল্লেখ করা হলঃ
মোস্তাফা জব্বার, শামসুল আলম স্বপন, অধ্যাপক আকতার চৌধুরী, এম,আলী হোসেন, আমিরুল ইসলাম আসাদ, বি, এইচ বেলাল, মিজানুর রহমান হেলাল, কবি মুহিত চৌধুরী, তারেকউজ্জামান খান, সোহেল রেজা, রোকমুনুর জামান রনি, জোহরা পারভীন জয়া, আনোয়ার হোসেন অন্যতম।
জাতীয় অনলাইন প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটি প্রথম কমিটি গঠন হয় ২০১৪ সালের ৬ জুলাই।