খাগড়াছড়ি অনলাইন প্রেস ক্লাবের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
২৮ ডিসেম্বর বুধবার বিকেলে জেলা শহরের গরুবাজারস্থ খাগড়াছড়ি অনলাইন প্রেস ক্লাব’র অস্থায়ী কার্যালয়ে হিল টাইমস টুয়েন্টিফোর ডট কম’র সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় হিলটাইমস টুয়েন্টিফোর ডটকম এর আব্দুল্লাহ আল-মামুনকে আহবায়ক ও সিএইচটিমিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর মো. মাইনউদ্দিনকে সদস্য সচিব করে ৬ সদস্য বিশিষ্ট খাগড়াছড়ি অনলাইন প্রেস ক্লাবের আহবায়ক কমিটির নাম ঘোষণা করেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন,স্বাধীন বাংলা টুয়েন্টিফোর ডটকম এর মো. আব্দুর রউফ, প্রভাতের ডাক ডটকম এর মনিরুল ইসলাম মাহিম, আমার বার্তা ডটকম এর মো. এরশাদ হোসেন চৌধুরী ও রাহাত বার্তা ডটকম এর সৈয়দ মো. গোলাম মোরশেদ।
আগামী ১ মাসের মধ্যে সাধারণ সভার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করার সিদ্ধান্ত গ্রহন করা হয় বলে খাগড়াছড়ি অনলাইন প্রেস ক্লাবের আহবায়ক আব্দুল্লাহ আল-মামুন সিএইচটি মিডিয়া খাগড়াছড়ি জেলা প্রতিনিধিকে জানান।