১০ জুলাই সোমবার মিলন নামের একজন বাদি হয়ে বনপা সভাপতি ও বিজয় নিউজ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক শামসুল আলম স্বপন নামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেন।
কুষ্টিয়া মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি রাতে ফোনে জাতীয় অনলাইন প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এ এইচ এম রোক মুনুর জামান রনি কে নিশ্চিত করে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও নিজের অনলাইন মাধ্যমে মিলন এর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় বিজয় নিউজ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক শামসুল আলম স্বপন নামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় কুষ্টিয়া মডেল থানায় মামলা করা হয়েছে।
জাতীয় অনলাইন প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক বিজয় নিউজ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন-বনপা'র প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থা (বিএমএসএস)’র সভাপতি শামসুল আলম স্বপন নামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় কুষ্টিয়া মডেল থানায় হয়রানিমুলক মামলা দায়ের করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতীয় অনলাইন প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক,অধ্যাপক আকতার চৌধুরী ও সদস্য সচিব, এ এইচ এম রোক মুনুর জামান রনি সহ জাতীয় অনলাইন প্রেসক্লাবের সকল সদস্য বৃন্দ।
এছাড়া সাংবাদিক শামসুল আলম স্বপন নামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারার মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন চট্টগ্রাম অনলাইন প্রেসক্লাব, সিলেট অনলাইন প্রেসক্লাব, বগুড়া অনলাইন প্রেসক্লাব, কক্সবাজার অনলাইন প্রেসক্লাব, রাঙামাটি জেলা অনলাইন প্রেসক্লাব, নরসিংদী অনলাইন প্রেসক্লাব, সাভার অনলাইন প্রেসক্লাব, গাজীপুর অনলাইন প্রেসক্লাব, পাবনা অনলাইন প্রেসক্লাব, খুলনা অনলাইন প্রেসক্লাব, বরিশাল অনলাইন প্রেসক্লাব, রংপুর অনলাইন প্রেসক্লাব, ফুলবাড়ি অনলাইন প্রেসক্লাব সহ অনেক সংগঠন।
সাংবাদিক নেতৃবৃন্দ আরও বলেন জাতীয় অনলাইন প্রেসক্লাবের অন্যতম সংগঠক এবং প্রতিষ্ঠাতা
শামসুল আলম স্বপন সারা দেশের অনলাইন সাংবাদিকদের জন্য নিবেদিত একটি মানুষ তাই অবিলম্বে এই হয়রানিমুলক মামলা থেকে তাকে মুক্তি দিন।