আগামী ৭ এপ্রিল চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব নির্বাচন-২০১৮ উপলক্ষে চট্টগ্রামে কর্মরত অনলাইন সাংবাদিকদের এক উম্মুক্ত আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নগরীর এশিয়ান এস.আর হোটেলে মার্চ শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা অবধি চলে এ উম্মুক্ত আলোচনা।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় অনলাইন প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব তরুণ উদীয়মান প্রযুক্তিবিদ রোকমুনুর জামান রনি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটির সাবেক মেয়র রেখা আলম ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ এছাড়াও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার বৃন্দ , পদ প্রত্যাশী প্রাথী বৃন্দ এবং সম্মানিত ভোটার বৃন্দ।
পূর্বের নির্বাচনী তফসীল অনুযায়ী ২৪ মার্চ ছিল নমিনেশন ফরম জমা প্রদানের শেষ দিন । বিকাল পর্যন্ত নমিনেশন ফরম জমা দেন মোট ১৮ জন। সভাপতি পদে দুজন, সাধারন সম্পাদক পদে দুজন ছারাও আরও কিছু পদে একাধিক প্রাথী ছিল বলে জানান নির্বাচন কমিশনার। তিনি আরও বলেন আজ সকালেই আমাদের কাছে আবেদন এসেছে সমায় বাড়ানোর জন্য আজ মিটিং এ প্রার্থীতার জন্য নমিনেশন, প্রার্থীতা প্রত্যাহার ও নির্বাচন সংক্রান্ত সার্বিক বিষয়ে আলোচনা এবং সদস্যদের আবেদনের প্রেক্ষিতে আরো ৩ দিন সময় বাড়ানো হয় নমিনেশন ফরম জমা দেওয়া ও নেওয়ার।
অতঃপর নির্বাচন কমিশনারদের মতামতে প্রধান নির্বাচন কমিশন ঘোষণা করেন আগামী ২৭ মার্চ দুপুর ২ ঘটিকা চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব নির্বাচন-২০১৮ মনোনয়ন ফরম সংগ্রহ ও জমার শেষ সমায় নির্ধারণ করা হল।
জাতীয় অনলাইন প্রেস ক্লাবের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব তরুণ উদীয়মান প্রযুক্তিবিদ রোকমুনুর জামান রনি বলেন ১৮২ জন ছবি যুক্ত ভোটার তালিকা দেখতে ও নির্বাচনের সকল সংবাদ জানতে ভিজিট করুন (www.onlinepressclub.org)। তিনি আরও বলেন স্বচ্ছ ও জবাবদিহি মূলক চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের নির্বাহী কমিটি করতেই কেবল এই নির্বাচন। ১৮২ জন ভোটার হওয়ায় বলতে হচ্ছে আজ চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব চট্টগ্রামের মাটিতে কতটা শক্তিশালী কতটা গ্রহন যোগ্য সংগঠন তা এর বলার অপেক্ষা রাখে না। আর তাই কিছু নামধারী পদলোভী সাংবাদিক শুধু মাত্র পদের জন্য আজ তারা অবাদ, নিরাপেক্ষ ও সুন্দর এই নির্বাচনে অংশ না নিয়ে বিভিন্ন মিথ্যা তথ্য দিচ্ছেন সাংবাদিক সমাজকে এবং নিজেকে বিভিন্ন পদের দাবী করে ২/৩ জন কে নিয়ে ছবি তুলে ফেজবুকে পোষ্ট করেন। আমার প্রশ্ন হল কে আপনাকে সভাপতি/ সাধারণ সম্পাদক বানালো, কারা আপনাদের কে ভোট দিল, আজ চট্টগ্রামের সাংবাদিক সমাজ জানতে চায়।
আমি আবার ও আহ্বান করি আপনাদের প্রতি আসুন চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব নির্বাচন ২০১৮ তে অংশ নিন, নির্বাচনে প্রাথী হয়ে নিজের যোগ্যতায় সভাপতি/সম্পাদক দাবী করুন। নিজে নিজেই নেতা হয়ে চট্টগ্রাম অনলাইন সাংবাদিকদের সমাজের কাছে হেয় না করে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে অনলাইন সাংবাদিকদের সম্মানিত করুন তাতেই নিজে সম্মানিত হবেন।
নির্বাচনী পদ সমুহঃ
সভাপতি (১ টি পদ), সিনিয়ার সহ-সভাপতি (১ টি পদ), সহ-সভাপতি (চট্টগ্রাম বনপা নির্ধারিত -১ টি পদ), সহ-সভাপতি (২ টি পদ), সাধারণ সম্পাদক (১ টি পদ), সিনিয়ার যুগ্ম সম্পাদক (১ টি পদ), যুগ্ম সম্পাদক (চট্টগ্রাম বনপা নির্ধারিত- ১ টি পদ), যুগ্ম-সম্পাদক (২ টি পদ), সাংগঠনিক সম্পাদক (১ টি পদ), সহ- সাংগঠনিক সম্পাদক (১ টি পদ), অর্থ সম্পাদক (১ টি পদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক (১ টি পদ), সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক (১ টি পদ), দপ্তর সম্পাদক (১ টি পদ), মহিলা বিষয়ক সম্পাদক (১ টি পদ), সমাজকল্যাণ সম্পাদক (১ টি পদ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক (১ টি পদ), তথ্য-প্রযুক্তি ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক (১ টি পদ), আইন সম্পাদক (১ টি পদ)