জাতীয় অনলাইন প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মুন্সীগঞ্জে অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করেছেন। আগামী ১০ আগস্ট ২০১৮ এর মরধে নির্বাচন করতে হবে।
জাতীয় অনলাইন প্রেসক্লাব (মুন্সিগঞ্জ) এর ৯ (নয়) সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিঃ
(১) আহবায়কঃ শেখ আলী আকবর
(২) সদস্য সচিবঃ মাহাবুব আলম লিটন
(৩) সদস্যঃ আতিকুর রহমান টিপু
(৪) সদস্যঃ এড. আবু সাঈদ সোহান
(৫) সদস্যঃ শেখ মোহাম্মদ শিমুল
(৬ সদস্যঃ আব্দুস সালাম
(৭) সদস্যঃ এড আবু হানিফ রানা
(৮) সদস্যঃ মোঃ রুবেল
(৯) সদস্যঃ কাজী বিপ্লব হাসান
মে ২০১৮ থেকে আগামী জুলাই ২০১৮ এর ভিতরে সদস্য সংগ্রহ করতে হবে। সংগঠনের সদস্য ও সমাজের গুণীজনের সমন্বয়ে নামের তালিকা করে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠনের জন্য ১০ সদস্য বিশিষ্ট নামের তালিকা কেন্দ্রে পাঠাতে হবে। সাংগঠনিক নিয়ম অনুযায়ী কেন্দ্র নির্বাচন কমিশন গঠন ও নির্বাচনী সকল বিষয় পর্যবেক্ষণ করবেন অতঃপর কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতে নির্বাচন কমিশনের নেতৃতে নির্বাচন দিয়ে নির্বাহী কমিটি করতে সহযোগিতা করতে হবে। উক্ত নির্বাচিত কমিটি আগামী দুই বছরের জন্য গঠন হবে। যদি নির্দিষ্ট সমায়ে বর্তমান আহ্বায়ক কমিটি নির্বাচনের আয়োজন না করতে পারে তা হলে কেন্দ্র উক্ত কমিটি বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণ করবে।