চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরন
তারিখঃ 26 January, 2019
মানবতায় নিজেকে বিলিয়ে দিতে চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের সকল সদস্যগনের সহযোগিতায় আজ ২৪ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় শীত বস্র বিতরন কর্মসূচী গ্রহন করা হয়ে। উক্ত কর্মসূচীকে সাফল্য মন্ডিত করতে অব্যবহৃত ও অপ্রয়োজনীয় জামা কাপড় নিয়ে প্রেসক্লাবে সকাল ১০ ঘটিকার মধ্য উপস্থিতি হন কর্মকর্তাগন। মানবতার দেয়াল নামে চাঁদপুরের কালিবাড়ি শপথ চত্বর ও চেয়ারম্যান ঘাটে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয় । উপস্থিত অসহাদের মাঝে কম্বল তুলে দিয়ে অানুষ্ঠানিক উদ্ভোধন করেন চাঁদপুরের সুযোগ্য পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম ।
চাঁদপুর জেলা সমিতি ইউকে সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এর সহযোগিতায় অসহায়দের মাঝে কম্বল বিতরন করা হয়।
অনলাইন প্রেস ক্লাবের সভাপতি শেখ মহসিনের সভাপতিত্বে সাধারন সম্পাদক আশিক খানের পরিচালনায় উক্ত অনুষ্ঠান সম্পন্ন করা হয়। শীতবস্ত্র বিতরন কর্মসূচীতে উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম,ইন্সপেক্টর মনির হোসেন,জেলা কমিউনিটি পুলিশের সাধারন সম্পাদক সুফি খাইরুল ইসলাম খোকন,যুগ্ন সাধারন সম্পাদক এন কে সুমন পাটওয়ারী,সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান রনি,সহ-সাংগঠনিক সম্পাদক মিঞা মামুন,জেলা পরিষদের সদস্য মুকবুল হোসেন মিয়াজী,বিডি কারেন্ট নিউজ২৪’র পরিচালক কাউন্সিলর আলমগীর গাজী,সহকারী অধ্যাপক ডাঃ আশরাফ আলী,গার্ডিয়ান বিডি নিউজ২৪’র সম্পাদক আজিজুল হক,নিউজ মিডিয়া২৪’র সম্পাদক কামরুল হাসান,জনপদ সংবাদের সম্পাদক এম এম সাইফুল,সোনালী চাঁদপুর নিউজ২৪’র সম্পাদক শাহ আলম,সাংবাদিক জাবেদ,আরিফ হোসেন,শুভ কর্মকার,রিয়াদ মাহমুদ হাফিজ পাটওয়ারী, প্রমুখ।
প্রোগামের মিডিয়া কভারেজে ছিলেন বিডিসিন২৪ অনুসন্ধানী টিম ‘খোলাচোখ’র পরিচালক সাংবাদিক মাহফুজুর রহমান। এদিকে, উদ্ধোধনে পর পরই ব্যাপক সাড়া মিলেছে মানতার এই দেয়াল গুলোতে। কেউ বাসা থেকে বেরিয়ে যাওয়ার সময় নিজের অতিরিক্ত কয়েকটি কাপড় এখানে রেখে যাচ্ছন আবার কেউ নিয়ে যাচ্ছেন প্রয়োজনীয় দু-একটি কাপড়।দেয়ালের হ্যাঙ্গারে এখন ঝুলানো রয়েছে প্যান্ট, শার্ট, গেঞ্জি সহ নানান শীতের কাপড়। পথচারী সহ সর্বজন পর্যায়ে বিষয়টিকে ইতিমধ্যে স্বাদরে গ্রহন করেছেন।