বগুড়া-৫ (শেরপুর-ধুনট) সংসদীয় আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান বলেন, ডিজিটাল বাংলাদেশে এখন হাতে হাতে স্মার্টফোন। যেকারণে অনলাইন গনমাধ্যমের গুরুত্ব বেশি।
জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব আওয়ামীলীগ সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অনলাইন গনমাধ্যম সক্রিয় ভুমিকা পালন করছে। একঝাঁক তরুণ ও সক্রিয় সাংবাদিকের সঙ্গে নিয়ে এগিয়ে চলেছে জাতীয় অনলাইন প্রেসক্লাব অন্তর্ভূক্ত শেরপুর অনলাইন প্রেসক্লাব। অনলাইন গনমাধ্যম ডিজিটাল বাংলাদেশের একটি অংশ। অনলাইন গনমাধ্যমের সাংবাদিকদের পরিশ্রম প্রসংশার দাবি রাখে। তাঁরা সক্রিয় থাকার কারণেই আমরা মুহুর্তেই সংবাদ পেয়ে যাই।
শনিবার (৮ জুন) দুপুরে বগুড়ার শেরপুরে জাতীয় অনলাইন প্রেসক্লাব উপজেলা শাখা আয়োজিত সাধারণ সভায় সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব হাবিবর রহমান হাবিব এমপি আরও বলেন, হলুদ সাংবাদিকতা গনমাধ্যমের দুর্বলতা। সঠিক তথ্যে সংবাদ প্রকাশ করতে হবে। ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে কারো মানহানী করা থেকে বিরত থাকতে হবে। হলুদ সাংবাদিকদের রুখতে হবে।
স্থানীয় স্যাটকম পার্ক (সাবেক সাউদিয়া পার্ক) অডিটরিয়ামে জাতীয় অনলাইন প্রেসক্লাব শেরপুর উপজেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম শাওনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু জাহেরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও জাতীয় অনলাইন প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার রোকমুনুর জামান রনি,
উদ্বোধকের বক্তব্য রাখেন শেরপুর উপজেলা যুবলীগ সভাপতি ও উপজেলা অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা তারিকুল ইসলাম তারেক। এতে বক্তব্য রাখেন, শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) হুমায়ুন কবির, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুবার রহমান হারেজ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান মিলন, জাতীয় অনলাইন প্রেসক্লাব বগুড়া জেলা শাখার সভাপতি মাকছুদ আলম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম দয়া, শেরপুর পৌরসভার সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক সৈয়দ শামীম ইফতেখার, শহর যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ আহমেদ সুমন, সিনিয়র সাংবাদিক সবুজ চৌধুরী, শেরপুর অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুল মান্নান, এসএম আমিনুল মোমিন, সহ সভাপতি আল ইমরান, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক আবুল ওয়াদুদ, যোবায়ের হোসেন, তোফায়েল আহমেদ, মাহফুজ আহমেদ, আব্দুর রাহিম, সাংবাদিক রবিন সরকার, আব্দুল মোমিন, আব্দুল আজিজ, আব্দুর রাজ্জাকসহ সাংবাদিক, জনপ্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।