চট্টগ্রাম অনলাইন প্রেসক্লাবের সদস্য, রেজাউল হক ফারুকের সড়ক দুর্ঘটনায় অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় অনলাইন প্রেস ক্লাব।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহবায়ক অধ্যাপক আকতার চৌধুরী ও সদস্য সচিব রোকমুনুর জামান রনি এক বিবৃতিতে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন।
বিবৃতিতে তারা বলেন, রেজাউল হক ফারুক এসটিভি মিডিয়া লিমিটেড সহ বেশকিছু অনলাইন মিডিয়াতে সম্পৃক্ত ছিলেন এবং দৈনিক ইনফো বাংলা এর রিপোর্টার হিসাবে সুনামের সঙ্গে কাজ করেছেন। বিভিন্ন মিডিয়াতে কাজের এর মাধ্যমে তিনি দেশ ও জাতির জন্য অসামান্য অবদান রেখেছেন। তার মৃত্যুতে পরিশ্রমী সাংবাদিক হারিয়েছে গণমাধ্যম এবং অন্যদিকে চট্টগ্রাম গণমাধ্যমকর্মীরা তাদের এক প্রিয় সহকর্মীকে হারিয়েছেন।
এছাড়াও উক্ত মোটরসাইকেল দূর্ঘটনার রেজাউল হক ফারুকের সাথে চট্টগ্রাম অনলাইন প্রেসক্লাবের নির্বাহী কমিটির অন্যতম সদস্য এসটিভি মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান সাংবাদিক শহীদুল ইসলাম গুরুত্বর আহত হওয়ায় তার আরোগ্য কামনা ও রেজাউল হক ফারুকের আত্মার মাগফেরাত কামনায় সকল সদস্যকে দোয়া করতে অনুরোধ করেছেন জাতীয় অনলাইন প্রেস ক্লাবয়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সেই সাথে চট্টগ্রাম অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলাম আকবর চৌধুরী কে উক্ত দুই সাংবাদিক পরিবারের খোঁজ খবর সহ সার্বিক সহযোগিতা করতে বিশেষ দায়িত্ব দিয়েছে জাতীয় অনলাইন প্রেস ক্লাব।