অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদন পত্রের তথ্য বিবরণী ১ম পাতায় ১৪নং ও ২য় পাতার ৯নং ই-টিআইএন নম্বর ও সনদের কপি নিয়ে বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েসন (বনপা)'র সদস্যদের আর চিন্তা নেই। দেশের প্রত্যন্ত অঞ্চলের অনলাইন নিউজ পোর্টালের ই-টিআইএন করার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার কথা জানান প্রকাশকরা। তাদের সহযোগীতার জন্য বনপা বিনামূল্যে ই-টিআইএন করে দিবে। বনপা'র কেন্দ্রীয় সিনিয়ার যুগ্ম সম্পাদক ইঞ্জি. রোকমুনুর জামান রনি, আগামী ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের শেষের দিকে বনপা'র বিশেষ অনুষ্ঠানের দিন আয়কর আইনজীবির মাধ্যমে ই-টিআইএন করে দেওয়ার সকল কাজ সম্পন্ন করেছেন। বিশেষ অনুষ্ঠানের দিন আয়কর আইনজীবি যাদের ই-টিআইএন নাই তাদের সঙ্গে সঙ্গে ই-টিআইএন করে দিবেন। ই-টিআইএন করার জন্য জাতীয় পরিচয় পত্র এর ফটোকপি সঙ্গে রাখতে হবে।
আগামী ডিসেম্বর মাসের ৮-১১ তারিখের মধ্যে সাম্ভাব্য যে কোন দিন অনুষ্ঠিত হবে জমকালো বনপা'র বিশেষ অনুষ্ঠান। যেখানে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং বনপা সদস্যদের নিউজ পোর্টালের নিবন্ধনের বিষয়ে বিস্তারিত আলোচনা হবে । বনপা'র বিশেষ অনুষ্ঠানের দিন আয়কর আইনজীবির মাধ্যমে ই-টিআইএন করে দেওয়া হবে সংবাদটির পোর্টাল প্রকাশক/সম্পাদকের মাঝে ভাল সাড়া জাগিয়েছে।
ইতোমধ্যেই অনলাইন নিউজ পোর্টাল প্রকাশক/সম্পাদকের সুবিধামূলক এই উদ্যোগ গ্রহণ করায় দেশের প্রত্যন্ত অঞ্চলের পোর্টাল প্রকাশক/সম্পাদকরা বনপা'র কেন্দ্রীয় সভাপতি শামসুল আলম স্বপন কে ফোনে ধন্যবাদ জানাচ্ছেন এবং তারা বলেন, বনপা সাধারণ নিউজ পোর্টাল এর জন্য যে অবদান রাখছে তা অন্য কোন সংগঠন কখোনই করেনি। বনপা সর্বদা অনলাইন নিউজ পোর্টাল প্রকাশক/সম্পাদকের ভালর জন্য কাজ করে যাচ্ছে।