গত ৪ অক্টোবর রবিবার যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক ম. জয়নুল আবেদীন রোজ-এর সভাপতিত্বে যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আখতার চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোকমুনুর জামান রনি। যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের পক্ষে অনুষ্ঠান পরিচালনা করেন যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সদস্য সচিব আজিজুল আম্বিয়া।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সমন্নয়ক সাইফুল তালুকদার, যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সম্মানিত সদস্য মকিস মনসুর, হাফসা ইসলাম, এড: আয়েশা খাতুন পপি, ফেরদৌস আরা পাখি, ফাতিমা তাহিরা জিনিয়া, জয়নুল আবেদীন, এড: দেওয়ান তালহা কিবরিয়া, নুরুল ইসলাম, সুজন অর রশিদ, জুবের আহমেদ বেলাল, রেজাউল ইসলাম খাঁন সহ আরও বেশ কয়েকজন কেন্দ্রীয় ও যুক্তরাজ্য কমিটির সদস্য এসে অল্প সময় থেকে চলে গিয়েছেন।
প্রধান বক্তা রোকমুনুর জামান রনির তার বক্তব্যে অনলাইন প্রেসক্লাবের সদস্যদের দিকনির্দেশনা প্রদান সহ তাদের কার্যক্রম সংক্ষেপে উপস্থাপন করেন। তিনি গর্বভরে উল্লেখ করেন জাতীয় অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোস্তফা জব্বার (মন্ত্রী) এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জনাব শামসুল আলম স্বপন-এর নাম।
তিনি বলেন, দু'এক দিনের মধ্যেই যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আখতার চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের প্রতিষ্ঠা কালীন সময়ের কথা স্মরণ করেন এবং বিশ্বের সকল অনলাইন সাংবাদিকদের গর্বের সাথে কাজ করতে উৎসাহিত করেন।
সংগঠনের যারা উপস্থিত হতে পারেননি তাদের মধ্যে জনাব তাওহীদ ফিতরাত, খাঁন জামাল নুরুল ইসলাম, জাকির হোসেন, শিলা আবেদীন, সোহেল সরকার সমস্যার কারণে উপস্থিত হতে পারেননি বলে দুঃখ প্রকাশ করেন বলে যানা যায়।